স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৩৬৫, তারিখ: ১৮ আগষ্ট ২০২৪ মূলে জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দকে এবং স্মারক নং-৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৪৪৪, তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ মূলে সকল সদস্যকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৩৬৬, তারিখ: ১৮ আগষ্ট ২০২৪ মূলে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৪৪৫, তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ মূলে প্রশাসক, জেলা পরিষদ-এর কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে নিম্নরুপভাবে কমিটি গঠন করা হয়েছে:

১. প্রশাসক, জেলা পরিষদ-সভাপতি

২. উপপরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৩. নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৪. নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৫. উপপরিচালক, সমাজসেবা, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৬. জেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৭. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৮. উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা-সদস্য

৯. জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা-সদস্য

১০. নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা পরিষদ-সদস্য

১১. উপজেলা নির্বাহী অফিসার (সকল)-সদস্য

১২. সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট জেলা পরিষদ-সদস্য

১৩. প্রধান নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা পরিষদ-সদস্য-সচিব